গোদাগাড়ীতে ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার)সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা হলরুম ও সভাকক্ষে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১নং গোদাগাড়ী, মোহনপুর, পাকড়ী ও রিশিকুল ইউনিয়নের পরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। জুম প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম।
বিভিন্ন সেশন পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান।
আতিকুর রহমান জানান, পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন পরিষদের সদস্যদেরও এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইএইচ