ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৩ কোটি ৪৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সি’ ক্যাটাগরির ৩৪৩ জন জুলাই যোদ্ধার মধ্যে এক লাখ টাকা করে এই অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা সমাজসেবা উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ১০টি শহিদ পরিবারের প্রত্যেকে ১০ লক্ষ টাকা করে ১ কোটি টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া ‘এ’ ক্যাটাগরির তিন জনকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা, এবং ‘বি’ ক্যাটাগরির ৩০ জনকে এক লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
মোট মিলিয়ে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সঞ্চয়পত্র ও চেকের মূল্য দাঁড়ায় ৪ কোটি ৭৯ লক্ষ টাকা।
এছাড়া, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে স্থানীয়ভাবে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে আরও ৩৪ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
ইএইচ