ফরিদপুরের সালথায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৪–২৫ অর্থবছরে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় ২য় ধাপে ৩৫ জন নিবন্ধিত জেলেকে একজন করে মোট ৩৫টি বকনা বাছুর, পাশাপাশি পশুখাদ্য, ওষুধ এবং ভ্যাকসিন দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, এবং উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ।
জেলেদের আর্থসামাজিক উন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআরইউ