গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট বিলুপ্ত ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ২১, ২০২৫, ০১:৫১ পিএম
গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট বিলুপ্ত ঘোষণা

গাজীপুর জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে জেলা বিএনপির প্যাডে তিন শীর্ষ নেতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় গঠনতন্ত্র অনুযায়ী এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’

তিনি আরও জানান, ‘আলোচনা ও যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘দলের কার্যক্রমকে তৃণমূলে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলুপ্ত কমিটির নেতাদের সঙ্গেও পরামর্শ করে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া হবে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর, কালিয়াকৈর ও শ্রীপুর পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিআরইউ