খাগড়াছড়িতে পুলিশ অফিসারদের ৩ দিনব্যাপী জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৪:৪৮ পিএম
খাগড়াছড়িতে পুলিশ অফিসারদের ৩ দিনব্যাপী জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে পুলিশ অফিসারদের জন্য তিন দিনব্যাপী "জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেস হলরুমে জেলা পুলিশের আয়োজনে এবং ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি’র সার্বিক সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ERRD-CHT প্রজেক্ট, ইউএনডিপি-এর জেন্ডার ও কমিউনিটি কোহেশন বিশ্লেষক ঝুমা দেওয়ান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান (পিপিএম), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ইআরআরডি-সিএইচটি প্রকল্পের জেলা প্রোগ্রামার প্রিয়তর চাকমা এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

ইএইচ