আসন্ন ঈদুল আজহা ও কোরবানির হাটকে সামনে রেখে নাগরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর মহড়া চালিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এ মহড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়।
ঈদের সময় হাটে চাঁদাবাজি, পশুবাহী গাড়িতে ডাকাতি, ইভটিজিং, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
মহড়ায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মাহদী হাসান, থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঈদের সময় যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য নিয়মিত টহল ও নজরদারি চালানো হবে।’
প্রশাসন জানিয়েছে, কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতা, পথচারী ও ব্যবসায়ীসহ সাধারণ জনগণ যেন নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য। এ জন্য যেকোনো ধরনের অপরাধ ও অনিয়ম রোধে জনগণকে সচেতন ও সহযোগিতাশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বিআরইউ