বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুসলিম ব্লক বাজারে, রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
এসময় ক্ষতিগ্রস্ত জায়গার দোকান মালিককে নগদ ৭৫০০ টাকা, দুই বান করে ঢেউ টিন, ৩০ কেজি করে চাউল ও ব্যবসায়ীদের নগদ ৭৫০০ টাকা ও ৩০ কেজি করে চাউল বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
আরো উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে প্রায় ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এতে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বাঘাইছড়ি বাসির প্রাণের দাবি ফায়ার স্টেশন যেন দ্রুত স্থাপন করা হয়।
আরএস