ফেনীতে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৬:৪৩ পিএম
ফেনীতে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফেনীতে মৌলিক পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী সিভিল সার্জন কার্যালয়ে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মো. মেহেদী হাসান

এ সময় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,  সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দসহ সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএস