কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুণ্ডু।
তিনি বলেন, “৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্ররা যখন অভিভাবকহীন আন্দোলন চালাচ্ছিল, তখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আট দফা থেকে এক দফা দাবিতে আন্দোলন জোরালো করা হয়। দেশে বর্তমানে সবচেয়ে ফ্যাসিস্ট শাসন চলছে। তবুও বিএনপি নেতাকর্মীরা আন্দোলনে অবিচল থেকেছে।"
তিনি আরও বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। অথচ বর্তমান সরকার নেত্রী ৫ আগস্ট চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে পাশের রাষ্ট্রে আশ্রয় নেয়। এত নির্যাতনের পরও বিএনপি মাথা নত করেনি, পালিয়ে যায়নি।”
জয়ন্ত কুন্ডু আরও বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো ভেড়ামারায় উন্মুক্ত সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এটি অত্যন্ত ইতিবাচক উদাহরণ।”
সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, প্রকৌশলী জাকির হোসেন সরকার (সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি), অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম (আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি), শাহাজান আলী (সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা বিএনপি) প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, আহ্বায়ক ভেড়ামারা পৌর বিএনপি এবং সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম ডাবলু, সদস্য সচিব ভেড়ামারা পৌর বিএনপি।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতারা হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা।
অনুষ্ঠানটি ভেড়ামারা পৌর বিএনপির আয়োজনে সম্পন্ন হয়।
ইএইচ