ভূমি সেবায় স্বচ্ছতা, মানিকগঞ্জে জমকালো ভূমি মেলা

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০১:১৭ পিএম
ভূমি সেবায় স্বচ্ছতা, মানিকগঞ্জে জমকালো ভূমি মেলা

ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল ভূমি সেবার প্রচারে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ভূমি মেলা-২০২৫। এ উপলক্ষে রোববার (২৫ মে) সকালে জেলা প্রশাসন এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন,
‘ভূমি সেবায় হয়রানি বন্ধে সরকারের উদ্যোগ এখন বাস্তব। সেবা দ্রুত ও সহজে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক সেবাগ্রহীতা।

আলোচনা সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ডিজিটাল ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বিআরইউ