খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্র্যাকের আয়োজনে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগের উৎস নির্মূলে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে কার্যক্রম পরিচালনা করেন।
রবিবার (২৫ মে) মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরার উদ্বোধনে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের এই ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর’ শ্লোগানকে সামনে রেখে মাস্ক ও পরিচ্ছন্নতার সরঞ্জাম হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন এলাকায় মশার জন্মস্থল ধ্বংসে কাজ করেন।
ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ জরুরি। নিয়মিত কর্মসূচি চালিয়ে জনগণকে আরও বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করা হবে।
বিআরইউ