জয়পুরহাটে ভূমি মেলার উদ্বোধন

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৭:০৩ পিএম
জয়পুরহাটে ভূমি মেলার উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 

রোববার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন।

ভূমি সেবা নিতে আসা নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা নিয়মিত ভূমি কর পরিশোধ করুন। নিজ নিজ কাজ নিজেরাই সরাসরি অফিসে এসে সম্পন্ন করুন। কোনো অসুবিধা হলে অফিসের সহায়তা নিন।"

পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ভূমি অফিসের সিনিয়র নাজির কোরবান আলী, নাজির মো. মেহেদী হাসান, বালিঘাটা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহান নুর ইসলাম, কুসুম্বার জি. এম. গোলাম আজম, আওলাই ইউনিয়নের এম. এম. হান্নান, আটাপুরের মোহসিনা আক্তার, মোহাম্মদপুরের মো. তারিকুল ইসলাম, ধরঞ্জীর মো. রেজা আরেফীন, বাগজানার আব্দুল্লাহ হিল সায়াদ এবং আয়মারসুলপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শামসুল ইসলাম।

এছাড়া, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

ইএইচ