রাঙামাটিতে ভূমি মেলা শুরু

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৭:২৮ পিএম
রাঙামাটিতে ভূমি মেলা শুরু

 "নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।

ভূমি মেলা উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়ামের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

পরে জিমনেসিয়াম প্রাঙ্গণে বেলুন ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। এরপর জিমনেসিয়ামের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ বলেন, “১৮ কোটি জনগণের জন্য ৫৬ হাজার বর্গমাইলের একটি ভূখণ্ডে আমাদের জায়গার সীমাবদ্ধতা রয়েছে। জমির জন্য অনেক সময় মানুষ সংঘাতে জড়িয়ে পড়ে। তাই ভূমি সংক্রান্ত সঠিক তথ্য জানা এবং নিয়ম মেনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “পাহাড়ে ভূমি ব্যবস্থাপনার তিনটি প্রথা রয়েছে—হেডম্যান-কার্বারী, জেলা পরিষদের বাজার ফান্ড এবং সরকারি খাস জমি। এখানকার মানুষ অনেক সময় এসব সম্পর্কে না জানার কারণে সমস্যায় পড়ে। এই ভূমিতে জন্ম, এই ভূমিতেই মৃত্যু—তাই ভূমি আইনের যথাযথ জ্ঞান অর্জনই এই মেলার মূল উদ্দেশ্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামূল হক ভূঁইয়া। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুলসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইএইচ