ভোলায় গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৭:৩২ পিএম
ভোলায় গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে কোস্ট গার্ড

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক যাত্রীকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামসুল হুদা (৫৪) নামের ওই ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলি-৯ লঞ্চযোগে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। রাত ৩টার দিকে মাঝপথে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কোস্ট গার্ড দক্ষিণ জোনকে জানানো হলে, জোনাল কমান্ডারের নির্দেশে ভোলা কোস্ট গার্ড বেইস থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।

ভোর ৫টার দিকে লঞ্চটি খেয়াঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ সামসুল হুদাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কোস্ট গার্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সে ভোলা সদর হাসপাতাল পৌঁছে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি সুচিকিৎসা পান এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড শুধু উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় নয়, মানবিক সহায়তা ও জরুরি সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল, রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

ইএইচ