খোকসায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৯:১২ পিএম
খোকসায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর এলাকায় বিশেষ অভিযানে তিনজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃরা হলেন—মো. কামাল শেখ (৫৫) – শিমুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো. মিজু আহম্মেদ (৩৫) – খোকসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. নাসির উদ্দিন (৫২) – শিমুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ