‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন’—এই স্লোগানে কুড়িগ্রামে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা, র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয় চত্বরে পুষ্টি মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
মেলা উদ্বোধনের পর একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তর কুমার রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোবাশ্বের হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. মামুনুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আহসান হাবিব প্রমুখ।
সভায় বক্তারা দেশের প্রতিটি নাগরিকের পুষ্টির চাহিদা পূরণে সচেতনতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচ