পূবাইলে ভুয়া পুলিশ সেজে ছয় যুবক আটক

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৫:৫৭ পিএম
পূবাইলে ভুয়া পুলিশ সেজে ছয় যুবক আটক

গাজীপুর মহানগরের পূবাইল থানার মিরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

আটকৃতরা হলেন—নারায়কুল এলাকার মৃত হাবিবের পুত্র ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউলের পুত্র সিমান্ত খান (২০), বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯), বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪) এবং নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ