পাবনায় দুই শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৩:০৯ পিএম
পাবনায় দুই শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া থানার কাশিনাথপুর এলাকায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে র‌্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান পাবনা সদর দপ্তরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাতে সাঁথিয়ার দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়। 

তিনি কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ব্যানাজীর ছেলে এবং পেশায় একজন মুদি দোকানদার।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই বিকেলে রনি খাবারের লোভ দেখিয়ে একই এলাকার ৪ ও ৫ বছর বয়সী দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবার ২ জুলাই সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।

র‌্যাব জানায়, আসামিকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও নারী নির্যাতনের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ