‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার’ প্রত্যয়ে ডামুড্যায় জামায়াতের যুব সম্মেলন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ১১:২৫ এএম
‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার’ প্রত্যয়ে ডামুড্যায় জামায়াতের যুব সম্মেলন

শরীয়তপুরের ডামুড্যায় অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর উপজেলা যুব সম্মেলন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা যুব জামায়াত।

সম্মেলনে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আব্দুর রব হাসেমী বলেন, ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’

প্রধান বক্তা ছিলেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মির্জা গালিব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য কে.এম. মুকবুল হোসাইন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সিদ্দিকুর রহমান, সিটি ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ডা. জুলফিকার হাসান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াস কাজী এবং ডা. মো. লুৎফর রহমানসহ অনেকে।

সম্মেলনে বক্তারা আগামী দিনের নেতৃত্বে যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিআরইউ