ইটভাটা পরিচালনায় আইনের কঠোর অনুসরণ নিশ্চিত করতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক আলোচনা সভা।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এবং “পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩” প্রতিপালন বিষয়ে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এতে অংশ নেন পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ, ইটভাটা মালিক, সাংবাদিক ও পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি।
জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। ইটভাটা পরিচালনায় অবশ্যই আইন ও বিধিমালা মেনে চলতে হবে। আইন মানলেই ভাটা চলবে।”
তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব প্রযুক্তি ছাড়া এখন আর কোনো ইটভাটা চলবে না। অনুমোদন ছাড়া বা নিয়ম লঙ্ঘন করে কোনো ভাটা পরিচালনা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণ বিধিমালার বিভিন্ন ধারা ব্যাখ্যা করেন এবং কীভাবে আইনি কাঠামোর মধ্যে থেকে ইটভাটা পরিচালনা সম্ভব, সে বিষয়ে মালিকদের দিকনির্দেশনা দেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেউ আইন ভঙ্গ করলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে।
সভায় ইটভাটা মালিকরা প্রযুক্তিগত চ্যালেঞ্জ, অনুমোদনের জটিলতা এবং আইন মানতে গিয়ে যেসব বাস্তব সমস্যা তৈরি হয় তা তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হবে, যারা নিয়মিত জেলার ইটভাটাগুলো পরিদর্শন করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠপর্যায়ে আইন বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক সভা প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
ইএইচ