চিরিরবন্দরে আওয়ামী লীগ নেত্রী আটক

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৩:২২ পিএম
চিরিরবন্দরে আওয়ামী লীগ নেত্রী আটক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে আটক করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার সন্ধ্যার আগে সরকারবিরোধী ষড়যন্ত্রের গোপন বৈঠকের সময় তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। 

লায়লা বানুকে দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেয়াসহ বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ইন্টেলিজেন্স) এস এম আহসান হাবীব তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুর সদর থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ আটক করেছে।

ইএইচ