দেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত জুলাইয়ের পদযাত্রা ও পথসভা নিয়ে বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির জেলা ও মহানগর নেতারা।
সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নেতারা জানান, ১৫ জুলাই বিকেলে নগরীর ফজলুল হক এভিনিউতে পথসভা অনুষ্ঠিত হবে।
এর আগে পদযাত্রা শুরু হবে নগরীর অমৃতলাল দে কলেজের সামন থেকে।
পদযাত্রাটি সদর রোড হয়ে শেষ হবে ফজলুল হক এভিনিউয়ের পথসভায়, যেখানে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় বরিশাল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, “এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন এবং জুলাই সনদের বাস্তবায়ন। এরপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে হবে।”
তিনি আরও জানান, পদযাত্রাকে ঘিরে সোমবার বিকেলে বরিশাল জেলা ও মহানগর এনসিপি নেতারা সদর রোডে গণসংযোগ করবেন। আগামীকাল মঙ্গলবার সকালেও নগরীর বাজার রোড এলাকায় গণসংযোগ কর্মসূচি রয়েছে।
এছাড়া, এনসিপি নেতারা রুপাতলী থেকে পরিবহনযোগে নগরীর হাসপাতাল রোডস্থ অমৃতলাল কলেজের মূল ফটকে অবস্থান নেবেন। সেখান থেকে তারা পদযাত্রা শুরু করে হাসপাতাল রোড, জেলখানা মোড়, সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করবেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগরের সাংগঠনিক সম্পাদক মাহিন মোর্শেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ