রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৮:১২ পিএম
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে গোপন সংগঠনের মব সৃষ্টির অপতৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকেই জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন বিএনপির জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “গত ১৭ বছর ধরে একটি সংগঠন গুপ্তচরের মতো রাজনীতি করেছে। তারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। এখন সেই চক্র বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে।”

তারা আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও কুৎসা রটানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, আন্দোলন কর্মসূচির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে তারা রাজপথে থাকবে।

ইএইচ