রাঙামাটিতে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ বাস্তবায়নে বৈঠক শুরু 

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:৩৪ পিএম
রাঙামাটিতে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ বাস্তবায়নে বৈঠক শুরু 

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ সভার রুদ্ধদ্বার বৈঠক চলছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ভেদভেদিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের একটি গ্লাস বিশিষ্ট সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।  

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন, পার্বত্য  চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরকারী ও পার্বত্য  চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুস কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপ সচিব মোংগল চন্দ্র পাল, উপ সচিব মো. শামসুল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা।

২-৩ ঘন্টা ব্যাপী বৈঠক শেষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। তত্ত্বাবধায় সরকারের আমলে

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক কমিটির এটাই প্রথম বৈঠক।

বিআরইউ