অভয়নগরে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৬:০০ পিএম
অভয়নগরে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে দেড় হাজারের বেশি বেসামরিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।

সোমবার দিনব্যাপী সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার আয়োজনে উপজেলার সুন্দলী ইউনিয়নের এসটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, চক্ষু, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং একাধিক মেডিক্যাল অফিসার দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ করেছেন।

৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল–এর নির্দেশনায় প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী এ জনসেবামূলক ক্যাম্পেইনসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে।

এদিন ক্যাম্পেইন পরিদর্শন করেন ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী এবং যশোর সিএমএইচের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “সেনাবাহিনী তাদের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয়দের ব্যাপক সাড়া পেয়েছি, যা আমাদের উৎসাহ দিয়েছে। জনকল্যাণমূলক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, “ভবদহ এলাকার মানুষদের জন্য সেনাবাহিনীর এই চিকিৎসা ক্যাম্প অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সুন্দলীবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।”

চিকিৎসা গ্রহণকারী ডহরমশিয়াহাটী গ্রামের ৯০ বছর বয়সী বিষ্ণুপদ বিশ্বাস বলেন, “বিনামূল্যে ভালো চিকিৎসক দেখাতে পেরে খুব ভালো লাগছে। অনেক দামি ওষুধও পেয়েছি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই এখানে চিকিৎসা নিতে এসেছে।”

ইএইচ