চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স।
অভিযানে ইয়াবাসহ আটক ব্যক্তির নাম আল আমিন ওরফে সামির (২২)। তিনি শ্রীকালিয়া এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা ফয়সাল আহমেদের ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আল আমিনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ