দুর্গাপুরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৮:৪৭ পিএম
দুর্গাপুরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মাদ রুহুল আমিন, মেডিকেল অফিসার মেহেদী হাসান, মেডিকেল অফিসার তাজুল ইসলাম, ইমারজেন্সি মেডিকেল অফিসার শারমীন সুলতানা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া মেডিকেল ক্যাম্পে দুর্গাপুর উপজেলা শাখার বিডি ক্লিন সদস্যরাও অংশগ্রহণ করেন।

ক্যাম্পে ব্লাড প্রেশার, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই কর্মসূচি জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয় এবং এটি মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হবে।

ইএইচ