ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৯:০০ পিএম
ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ইসলামপুর উপজেলার স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। এছাড়া ইসলামপুরের কাঁচা পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়।

ইএইচ