ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:০৬ পিএম
ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কেফায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এলাকাবাসী রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।

মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। 

বক্তব্য দেন অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত, মিরাজ হাওলাদারসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ের পিছিয়ে পড়া কিছু শিক্ষার্থীকে নিজ বিদ্যালয়ে রেখে না দিয়ে পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠান। এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

মানববন্ধনে প্রধান শিক্ষকের অবিলম্বে অপসারণ দাবি জানানো হয়। দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরেও বিক্ষোভ প্রদর্শন করেন।

ইএইচ