স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন, স্বামী পালাতক

পাবনা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১২:২৯ পিএম
স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন, স্বামী পালাতক

পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামে, স্বামীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনশন করছেন ২৫ বছর বয়সী তরুণী বিলকিস খাতুন। 

মঙ্গলবার তরুণী হাবিবের বাড়িতে গেলে তাকে ছেড়ে পালিয়ে পালিয়ে যায় স্বামী। তার স্বামী হাবিবুর রহমান হাবিব (৩২) পিতা ইব্রাহিম হোসেন।

তিনি দাবি করছেন যে, দীর্ঘ সময় ধরে হাবিবের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক ছিল। তাদের একাধিকবার একত্রে বেড়ানোর এবং বিভিন্ন স্থানে থাকাও হয়েছে।

বিলকিস বলেন, হাবিব ঈশ্বরদীতে তাকে হুজুর ডেকে বিয়ে করেছেন এবং সেখানে তিনি ৮ মাস ধরে সংসার করছিলেন। কিন্তু গত দুই মাস ধরে হাবিব অন্যত্র বিবাহিত হওয়ার কথা গোপন রেখেছেন। নতুন বিয়ের খবর জানতে পেরে হাবিবের বাড়িতে আসি কিন্তু দুর্ঘটনাক্রমে হাবিব বাড়িতে ফেরার সাথে সাথে আত্মগোপনে চলে যায়।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, বিশেষ করে যখন যুবক ও তরুণীর বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত।

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী বলেন, আমরা বিষয়টি নজরে নিয়েছি। দুই পক্ষকে ডেকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে সমাধানের চেষ্টা করছি। তবে হাবিব পলাতক থাকায় কোন সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল সালাম জানান, আমাদের কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

এ ঘটনায় এলাকার পরিস্থিতি উন্নত করার পাশাপাশি, বিলকিসের অধিকার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।