ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের ওপর হামলা

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৮:১০ পিএম
ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের ওপর হামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মধুপুর আব্বাছিয়া ডি.এস. দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত সুপারের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা যায়, ওইদিন ক্লাস চলাকালীন সময়ে উপজেলার নাউরি গ্রামের মৃত নিজাম উদ্দিন ফকিরের ছেলে কামরুল হাসান ফকিরের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল মাদ্রাসায় প্রবেশ করে। নিয়মিত কমিটি তাদের ইচ্ছামতো না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে সুপার এয়াকুব আলীকে অফিস কক্ষে ঢুকে হুমকি-ধমকি দিয়ে মারধর ও অপদস্ত করে। 

এ সময় উপস্থিত অভিভাবক সদস্যসহ কয়েকজন ব্যক্তির সামনেই তাকে লাঞ্ছিত করা হয়। পরে সহকর্মী শিক্ষকরা তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় মাদ্রাসার পাঠদান কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগে মোনায়েম ভুঁইয়া, হৃদয় মিয়া, উসমান গণি বকুলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০-২২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত হৃদয় মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “কমিটি গঠন নিয়ে এরশাদ ফকিরের সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়েছে, তবে সুপারকে মারধরের ঘটনা সত্য নয়।” 

মোনায়েম ভুঁইয়াও দাবি করেন, তারা শুধু ভোটার তালিকা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি। তবে কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ইএইচ