গোপালগঞ্জ

বিষঁ দিয়ে জমির ধান পোড়ানো কে কেন্দ্র করে হামলায় আহত ১০

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১২:৪৪ পিএম
বিষঁ দিয়ে জমির ধান পোড়ানো কে কেন্দ্র করে হামলায় আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষঁ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। 

রোববার উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানয়ীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগম গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত আক্কাস  সরদার জানান, প্রতিপক্ষ সহিদ সরদার পূর্ব শত্রুতার জের ধরে আমার  প্রায় এক বিঘা জমির ধান বিষঁ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তার প্রতিবাদ করায় সহিদ সরদারের নির্দেশে সবর সরদার, বাদল সরদার, ইকলাস সরদার, মিছা সরদারসহ তার দলীয় লোকজন আমাদের উপর আক্রমণ করে আহত করেছে।

মুকসুদপুর থানার (এস আই) অনক কুমার সাহা জানান, বাটিকামারী ইউনিয়নের পশ্চিম বাহাড়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পেয়েছি। থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

জেএইচআর