দীঘিনালায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৪:০২ পিএম
দীঘিনালায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা

খাগড়াছড়ির দীঘিনালায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা সহকারী সমাজসেবা অফিসার তুলসী মোহন ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি আস্থা সিভিক প্লাটফর্মের সদস্য ও সাংবাদিক মোঃ সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে তুলসী মোহন ত্রিপুরা বলেন, সরকারি বিভিন্ন দফতরে নানান পরিষেবা রয়েছে, যা প্রান্তিক জনগোষ্ঠী অনেক সময় জানতে পারে না। এই ক্ষেত্রে আস্থা ইয়ুথ গ্রুপের সদস্যরা সরকারি পরিষেবা সম্পর্কে প্রচার করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারে। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

আস্থা ইয়ুথ গ্রুপের যুগ্ম আহবায়ক হিল্টন চাকমার সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য মো. ইব্রাহিম। 

প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান ইয়ুথ গ্রুপের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা সভার সঞ্চালনা করেন এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্পের রিপোর্টিং ও মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা।

সভার শেষ পর্যায়ে ইয়ুথ গ্রুপের সদস্যরা আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কলেজ, ইউনিয়ন পরিষদ ও সরকারি অধিদফতরে অধিপরামর্শ সভা আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিনবর্জনের প্রচারাভিযান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইএইচ