উজানের পাহাড়ি ঢলে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ডিমলা ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপদসীমা ৫২.১৫ সেন্টিমিটার।
এছাড়া ডালিয়ায় গত ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৩২ মিলিমিটার (সকাল ৯টা পর্যন্ত) ছিল।
পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় কমে তা বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টের গেজ পাঠক নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বন্যার পানি সামাল দিতে ব্যারাজে ৪৪টি স্লাইস গেট খুলে রাখা হয়েছে।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, রাতের বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং চর গ্রামসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। একইভাবে, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, স্থানীয়রা বন্যা আতঙ্কে দিনযাপন করছেন। নিন্মাঞ্চল ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় যে কোন মুহূর্তে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে।
ইএইচ