সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বেলকুচি উপজেলার ২৯টি মন্দির ও মহাশ্মশানের রেজিষ্ট্রিকৃত সার্টিফিকেট প্রদান ও আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে বেলকুচি কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমাতা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চালা প্রাঙ্গণে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন রানা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার সন্তোষ কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি নারায়ণ চন্দ্র দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্য নাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ণ দে প্রমুখ।
ইএইচ