সাতকানিয়ায় সরকারি উদ্যোগে পোনা মাছ অবমুক্ত

মোহাম্মদ বেলাল হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৮:২৪ পিএম
সাতকানিয়ায় সরকারি উদ্যোগে পোনা মাছ অবমুক্ত

সাতকানিয়ায় সরকারি উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে পোনা বিতরণ এবং অভ্যন্তরীণ জলাভূমি, সরকারি, আধা-সরকারি, প্রাতিষ্ঠানিক ও খাস জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন জানান, এ বছর সাতকানিয়া উপজেলার ৫৫টি পয়েন্টে মোট ৩৭৫ কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রতিটি স্থানে আয়তনভেদে ৩ থেকে ১৫ কেজি পর্যন্ত পোনা ছাড় দেয়া হয়।

ইএইচ