দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১০:৩৬ এএম
দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ক্লাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের দুটি দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দোকানের ভেতর থেকে কোনো মালামালই বের করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা রব্বানী ইসলাম রনি অভিযোগ করে বলেন, “সময়মতো ফায়ার সার্ভিসে ফোন রিসিভ না করায় ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। আমি নিজে ৮-১০ বার ফোন করেও রিসিভ পাইনি, বরং ফোন কেটে দেওয়া হয়েছে। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ যোগাযোগ করলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলে হয়তো কিছু মালামাল রক্ষা করা যেত।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসন ও ফায়ার সার্ভিসের কাছে অনুরোধ করবো, ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং বিপদে পড়লে যেন সর্বদা জনগণের পাশে থাকেন।”

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিচ্ছে।

জেএইচআর