বরিশাল-৪ আসনে মনোনয়ন চাইবো: আবু সাঈদ মূসা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৮:২৭ পিএম
বরিশাল-৪ আসনে মনোনয়ন চাইবো: আবু সাঈদ মূসা

বরিশালের মেহেন্দিগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত সমন্বয় কমিটি।

শনিবার দুপুর ১২টায় ফুড হ্যাভেন রেস্তোরায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির বরিশাল জেলা সমন্বয়কারী সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মো. আল-আমিন হাসান। 

এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মূসা বরিশাল-৪ আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। 

তিনি বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি, এখনও করছি। সংস্কার, বিচার, গণপরিষদ নির্বাচন, সংবিধান পরিবর্তনের আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে হিজলা-মেহেন্দিগঞ্জে আশানুরূপ উন্নয়ন হয়নি। নদী ভাঙন রোধ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ৫ আগস্টের পর মেহেন্দিগঞ্জে চাঁদাবাজি, মাছঘাট দখল, হাটবাজার দখল, বালুমহল দখল হয়েছে। প্রকৃত পরিবর্তন হয়নি। যে দলগুলো সক্রিয় আছে, তারাই এসব জায়গায় প্রভাব বিস্তার করছে।

আবু সাঈদ মূসা বলেন, মেহেন্দিগঞ্জ একটি নদী ভাঙন এলাকা। এখানে যারা চাঁদাবাজি বা দখলবাজি করবে, এনসিপি রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে। জুলাই বিপ্লব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি সুন্দর হিজলা-মেহেন্দিগঞ্জ গড়তে চাই। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে একটি সর্বজনীন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।

বৈষম্য বিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার, গণতান্ত্রিক ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের কিছু কর্মী চাঁদাবাজিতে জড়িয়েছে। এর দায় এনসিপি নেবে না। কারণ এনসিপি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলদারিত্বে বিশ্বাস করে না।” 

তিনি আরও জানান, অতীতে তিনি যুব অধিকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তবে আদর্শগত অমিলের কারণে এনসিপিতে যোগদান করেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল জেলা সমন্বয়কারী সদস্য হেলাল উদ্দীন রাজু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, যুগ্ম সমন্বয়কারী আমান উল্লাহ আমান, সদস্য মো. জিহাদুল ইসলাম প্রমুখ।

ইএইচ