মাগুরার সিরিজদিয়া বাওড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১০:৪১ পিএম
মাগুরার সিরিজদিয়া বাওড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাগুরা জেলার সিরিজদিয়া বাওড়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং মানব জীবনের নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎও নিশ্চিত করে। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজ ও দেশের কল্যাণে এ ধরনের কার্যক্রম অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সময় তিনি সবাইকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ