মাগুরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ৪৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
নিহত আটটি পরিবারের প্রতিটি পরিবার পেয়েছে পাঁচ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা এবং আহত দুইটি পরিবারের প্রতিটি পেয়েছে তিন লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা।
স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই অর্থ মঞ্জুর করা হয়।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেকগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। বিশেষত মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান এবং গতি নিয়ন্ত্রণে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সড়ক পরিবহন আইন ২০১৮ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
জানা গেছে, আর্থিক সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে স্থায়ী অনুসন্ধান কমিটি সুপারিশ করে। এই সুপারিশের ভিত্তিতেই মঞ্জুর হয় এই অনুদান। জেলা প্রশাসন আশা করছে, এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে।
ইএইচ