গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনথাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কবির হোসাইন জাহাঙ্গীরের বিরুদ্ধে ভিডব্লিউবি চাল বিতরণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ জমা পড়লেও দেড় মাস পেরিয়ে গেলেও এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি তেমন নেই।
সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি চক্রের উপকারভোগীদের মাঝে ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাল বিতরণ সম্পন্ন হয়।
পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপকারভোগীদের জন্য অতিরিক্ত ৬ মাসের চাল প্রদান করে। কিন্তু হরিনথপুর ইউপি চেয়ারম্যান মে মাসে দেরিতে চাল বিতরণের ঘোষণা দেন।
এ মোতাবেক ইউপি চেয়ারম্যান উপকারভোগীদের কার্ড গ্রহণ করে, নগদ ১ হাজার টাকা নিয়ে তাদের হাতে স্বাক্ষরিত একটি স্লিপ ধরিয়ে দেন।
এ ছাড়াও, ৬ মাসের চালের পরিবর্তে উপকারভোগীদের একত্রে ৫ মাসের চাল ১৫০ কেজির স্থলে ১৩৭-১৩৮ কেজি করে বিতরণ করা হয়। চাল কম দেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে চেয়ারম্যান হুমকি দেন, ফলে অনেক উপকারভোগী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেননি। পরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পর পূর্বে কম দেয়া ৩০ কেজি চাল বিতরণ করা হয়।
ভুক্তভোগী কার্ডধারীদের মধ্যে মনোয়ারা, শিরিনা, মুন্নি, মরিয়ম, মুঞ্জয়ারা, লাভলী ও রুমি ২৩ জুন ২০২৫ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগকারীরা সরেজমিন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হরিনথপুর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসাইন জাহাঙ্গীর বলেন, “ইউপিতে চাল চুরির ঘটনা ঘটেছে। দায়েরকৃত মামলার আসামিরা আমার নামে মিথ্যা অভিযোগ দাখিল করেছেন। আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্ত কমিটির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইএইচ