বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ছাত্র জনতা।
বুধবার সকাল ১১টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক মো. ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স।
তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপির উপদেষ্টা এড. ফজলুর রহমান অবমাননাকর মন্তব্য করেছেন, শহীদদের অসম্মান ও আহতদের তিরস্কার করেছেন। বিএনপির পদে থেকেও তিনি আওয়ামী ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করছেন বলে দাবি করা হয়।
তাদের বক্তব্যে আরও বলা হয়, বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদেরকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। ফজলুর রহমান বিপ্লব অস্বীকার করে কুরুচিপূর্ণ মন্তব্য দিচ্ছেন এবং আওয়ামী বয়ানে নেতাদের ঘায়েল করার চেষ্টা করছেন। এজন্য তারা বেগম খালেদা জিয়ার কাছে তার উপদেষ্টা পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফজলুর রহমান এক অনুষ্ঠানে এনসিপি’র নেতাদের ‘বেজন্মা’ বলে অভিহিত করেছেন এবং গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের মাঠে সরব রয়েছেন। এছাড়া সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলারও তীব্র নিন্দা জানান তারা।
বিপ্লবী ছাত্র জনতা হুশিয়ারি দিয়ে বলেন, “আজকের সংবাদ সম্মেলন থেকে আমাদের দেওয়া থুথু নিক্ষেপ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ফজলুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে কিশোরগঞ্জের ছাত্র জনতা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে থুথু নিক্ষেপ কর্মসূচি পালন করবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূইয়া, নুহা, রওজা ও মাইশাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাম্প্রতিক গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে বিএনপির সঙ্গে জড়িয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ১২ আগস্ট গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সারজিস আলমের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার আবেদনে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
ইএইচ