গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে বুধবার দুপুরে দোকানের বাকী টাকা চাওয়াকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় নারীসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন— ইদিলপুর ইউনিয়নের চকদারিয়া গ্রামের মজিদ মিয়ার স্ত্রী মোছা. সেলিনা আক্তার (৪২) ও একই গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র ওয়াসিম (১৭)।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে নাপিতের বাজারে সিদ্দিকের চায়ের দোকানে ইদিলপুর ইউনিয়নের চকদারিয়াপুর গ্রামের মৃত তোয়েজ মিয়ার ছেলে গোলাপ (৩০) চা পান করে বেরিয়ে যাওয়ার সময় ওয়াসিম টাকা চায়। গোলাপ টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে গোলাপ বাড়ি থেকে পিস্তল নিয়ে এসে ওয়াসিমকে গুলি করে। ফেরার পথে ওয়াসিমের ভাবী বাঁধা দিলে তাকে গুলি করে।
গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এলাকার লোকজন জানান, গোলাপ বিভিন্ন নেশার সঙ্গে জড়িত এবং ইতিপূর্বে চুরি করার অভিযোগে জেলও খেটেছে।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, "দোকানের বাকী টাকা চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত গোলাপকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
ইএইচ