মাটিরাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৮:১০ পিএম
মাটিরাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের মধ্য গড়গড়িয়ায় গোমতি নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপুর ১২টার দিকে মধ্য গড়গড়িয়া এলাকায় জয়ন্ত ত্রিপুরার ২৬ মাস বয়সী ছেলে সুজয় ত্রিপুরা বাড়ির পাশের গোমতি নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে খবর দেন। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের নির্দেশে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তহবিল থেকে নিহতের পিতা জয়ন্ত ত্রিপুরার হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ।

এ সময় মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, গড়গড়িয়া মৌজার হেডম্যান অনিল বিকাশ ত্রিপুরা, নিহতের পিতা জয়ন্ত ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ