জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক বই ও খেলাধুলার উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি জামালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা, মেষ্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ মুক্তা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদ জানান, ইউএনও জিন্নাত শহীদ পিংকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই ও খেলাধুলার উপকরণ তুলে দেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করেন এবং সব শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া শিক্ষার আওতায় আনতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইএইচ