শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০২:৫২ পিএম
শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে শাহজাদপুর প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ড হয়ে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী সাকিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার মাসুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল কায়েস।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম আলী, সদস্য সচিব মো. আক্তার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

ইএইচ