ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি

ভেড়ামারা প্রতিনিধি  প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:২৮ পিএম
ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল এবং পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজন আলী ও আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের মোখলেছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বকুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ