নারায়ণগঞ্জে পেশাদার গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:২১ পিএম
নারায়ণগঞ্জে পেশাদার গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, গাড়ি চালকদের প্রশিক্ষণ অত্যাবশ্যক। সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন চালক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে সক্ষম হয়। পাশাপাশি, ট্রাফিক আইন ও বিধি সম্পর্কে সচেতনতা অর্জন করে চালকরা আরও দায়িত্বশীল হয়ে ওঠেন।

বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জে “গ্রিন অ্যান্ড ক্লীন” কর্মসূচির আওতায় পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসন ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

বিআরটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মাহবুবুর রহমান প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, সিগন্যাল ও সড়ক পরিবহন আইন সম্পর্কিত শাস্তিমূলক বিধি, মোটরযানের যন্ত্রাংশ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা ও যাত্রীদের সঙ্গে সুষ্ঠু আচরণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।

ইএইচ