লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত উপজেলা শ্রমিকদলের কার্যালয় ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রশাসন বুলডোজার ব্যবহার করে অবৈধ টিনের ঘরটি ধ্বংস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে দীর্ঘদিন ধরে টিনের একটি ঘর তৈরি করে উপজেলা শ্রমিকদল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এই ঘরটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রশাসন একাধিকবার নোটিশ দিয়ে জমি খালি করার নির্দেশ দিলে শ্রমিকদল কোনো পদক্ষেপ নেয়নি।
উপজেলা শ্রমিকদলের সভাপতি বিপ্লব হাসান রুমেল বলেন, "উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল। মৌখিকভাবে জানানো হয়েই আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হলো, যা মেনে নেওয়া যায় না।"
ইউএনও জাকিয়া সুলতানা জানান, "সরকারি জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। ওই অফিসের পাশ দিয়ে বাউন্ডারি নির্মাণ করা হবে। একাধিকবার তাদের জানানো হয়েছিল। নোটিশ দেওয়ার পরও দখলমুক্ত না করায় জনগণের স্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।"
ইএইচ