সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার মামুন গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:৩১ পিএম
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার মামুন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ আন্তঃজেলা ডাকাত সর্দার মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার রাতে তাকে উপজেলার ঝাউচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস.আই. সামরুল ইসলাম।

পুলিশ জানায়, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পর আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ওসি রাশেদ খান বলেন, আসামির বিরুদ্ধে সোনারগাঁ ও মুন্সিগঞ্জের গজারিয়ায় একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ